বিশেষ সংবাদদাতা ॥
বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ওপর নির্যাতনের প্রতিবাদে বুধবার সকালে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা করেছে ফারিয়া নিকলী উপজেলা শাখা।
কারার ইতিয়ারুল আহম্মেদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ফারিয়া নেতা আসাদুজ্জামান মানিক, বদরুল আলম কাউসার, মো. শাহাব উদ্দিন, মো. সেলিম প্রমুখ।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর বেলা ১২টায় কিশোরগঞ্জ সদর হাসপালের সামনে থেকে অনৈতিকভাবে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতার, জেল-জরিমানা ও মানহানি করা হয়। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ সভা বলে সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা দেন। সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিকলী প্রেসক্লাবসহ বিভিন্ন মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করেন।