নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ পেয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাংবাদিকরা। ৫-৭ মার্চ পর্যন্ত ৩ দিনের এই প্রশিক্ষণ পিআইবি’র সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।
৭১ টিভি’র বার্তা বিভাগের পরিচালক ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহমদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহ-অধ্যাপক ড. শামীম রেজা সংবাদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে মঙ্গলবার ৭ মার্চ বিকাল ৪টায় ২৬জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির মহাপরিচালক শাহ মো. আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ।
পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদ বিতরণ শেষে শাহ মো. আলমগীরকে রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনী গ্রন্থ “ভাটির শার্দূল” উপহার দেন নিকলী প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।