এস সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)।।
পাকুন্দিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ২০ মার্চ সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও অন্নপূর্ণা দেবনাথ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মোহাম্মদ কবীর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক ও শামছুন্নাহার, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন প্রমুখ।
এ সময় ফুলের মালা ও শুভেচ্ছা স্মারক দিয়ে ইউএনও মোহাম্মদ কবীর উদ্দিনকে বিদায় জানানো হয় এবং নবাগত ইউএনও অন্নপূর্ণা দেবনাথকে বরণ করে নেয়া হয়।