আমাদের নিকলী ডেস্ক ।।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে শতভাগ পাওয়ার দাবিতে জেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মঙ্গলবার ২৮ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে জেলার কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, করিমগঞ্জ, হোসেনপুর, কটিয়াদী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব এই ৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন।
কর্মসূচিতে জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি হাসান জাকির বাপ্পী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি সৈয়দ শফিকুর রহমান ও কারার দিদারুল মতিন, যুগ্মসাধারণ সম্পাদক শাহনেওয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শুভংকর পাল অপু, দপ্তর সম্পাদক নীহার রঞ্জন রায়, জাহাঙ্গীর হোসাইন, কেশর ঘোষ প্রমুখ নেতৃত্ব দেন।
এছাড়া পৌর ডিপ্লোমা প্রকৌশল সমিতির পক্ষে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, কিশোরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, ভৈরব পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুল জব্বার প্রমুখ সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সরকারের বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন। একই ভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, সমবায় অধিদপ্তর ও উপজেলা পরিষদসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন।
অথচ জনসেবকের দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয়ে থাকে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অনেক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বেশিরভাগ ক্ষেত্রেই অনিয়মিত। বাংলাদেশে বর্তমানে ৩২৬টি পৌরসভা রয়েছে। তন্মধ্যে কোনো কোনো পৌরসভায় ২-১৮ মাস পর্যন্ত বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী আনুতোষিক থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এতে আধুনিক নগরায়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশিদার প্রায় ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
সূত্র : কিশোরগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন (পূর্বপশ্চিমবিডি)