বিশেষ সংবাদদাতা ।।
ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ গভর্নেন্স প্রজেক্টের আয়োজনে খাদ্যে ভেজাল বিষয়ে সচেতনতা সৃষ্টি বিষয়ক র্যালি এবং মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ৭টি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, নিকলী থানা ওসি একেএম মাহবুব আলমসহ নিকলীতে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাদকের কুফল এবং এর প্রভাব বিষয়ক আলোচনার পাশাপাশি নিকলীকে মাদকমুক্ত করার ঘোষণা দেন।