হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি স্বীকার করলেন চার কর্মকর্তা

আমাদের নিকলী ডেস্ক ।।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চার কর্মকর্তা।

বৃহস্পতিবার ৪ মে সাংবাদিকদের কাছে দুদকের প্রশাসন শাখার মহাপরিচালক মুনীর চৌধুরী এ কথা জানান। চার কর্মকর্তার মধ্যে রয়েছেন পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খলিলুর রহমান।

দুদকের তলবে বেলা ১২টার কিছু পরে পাউবোর মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুদক কার্যালয়ে উপস্থিত হন। পরে দুদকের পরিচালক বেলাল হোসেন দুই ঘণ্টার বেশি সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে কোনো কথা না বলেই দুদক কার্যালয় থেকে বেরিয়ে যান পাউবোর কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী। ছবি : এনটিভি

পরে সাংবাদিকদের কাছে দুদকের প্রশাসন শাখার মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, অনুসন্ধান পর্যায়ে সুনামগঞ্জ এলাকায় বাঁধ নির্মাণে অনিয়মের কথা স্বীকার করেছেন পাউবোর মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা।

সুনামগঞ্জের হাওর এলাকায় বাঁধ ভেঙে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে গত বছর এপ্রিলে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছিল দুদক। ১০ মাস পর গত ফেব্রুয়ারিতে তারা দুদকে প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই চারজনকে তলব করা হয় বলে জানায় দুদক।

সম্প্রতি সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ হাওর এলাকায় অকালবন্যা ও পাহাড়ি ঢলে ফসল রক্ষাবাঁধ ভেঙে যায়। এতে হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এরপর মানবিক বিপর্যয়ের মুখে পড়ে সংশ্লিষ্ট এলাকার মানুষ। সরকারের পক্ষ থেকে বতর্মানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণসহায়তা দেয়া হচ্ছে।

সূত্র : হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি স্বীকার চার কর্মকর্তার (এনটিভিবিডি)

Similar Posts

error: Content is protected !!