মেধাবী হাফছা আক্তারের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ।।

হাফছা আক্তার। নিকলী উপজেলাধীন দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়ার এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিজ্ঞান বিভাগের মেধাবী এই ছাত্রী গত ১১ মে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গত বৃহস্পতিবার ১১ মে রাতে বাথরুমে যাওয়ার সময় হঠাত অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে আত্মীয়স্বজন তাকে ভাগলপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

হাফছার বাবার নাম আওলাদ হোসেন। বাড়ি টেংগুরিয়া। খুবই ভদ্র ও শান্ত স্বভাবের হাফছার স্বপ্ন ছিলো ডাক্তার, প্রকৌশলী বা এডমিন ক্যাডার হওয়ার। লাজুক ও ধার্মিক এই মেধাবী শিক্ষার্থী অল্প বয়সেই হৃদরোগে ভুগছিলো। বাবার আর্থিক সামর্থ্য না থাকায় সেভাবে চিকিৎসা করাতে পারছিলেন না।

সবার খুব প্রিয় ছাত্রী হাফছার মৃত্যুতে শোকাহত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ্ মোঃ আহসান উল্লাহ্ তার নিজ ফেসবুক ওয়ালে এক আবেগঘন স্ট্যাটাস দেন। তিনি উল্লেখ করেন, “খবরটা শুনে কিভাবে যে কান্নায় ভেঙে পড়লাম, নিজেও জানিনা। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদেরও একই অবস্থা। গরীব ঘরের মেয়ে। নিজের অদম্য চেষ্টা ও শিক্ষকদের স্নেহে উল্কার গতিতে ওর মেধা উদ্ভাসিত হয়ে উঠছিল। বিজ্ঞানের বিষয়গুলোতে ওর পারফরম্যান্স ছিল তাক লাগিয়ে দেয়ার মতো । শিক্ষকদের প্রশংসায় ভাসছিল ও। অসাধারণ ভদ্র ও সদালাপী ছিল। ফুল ফোটার আগেই ঝড়ে গেল! ওর জন্য দোয়া চাই। আল্লাহ্ ওকে বেহেস্তে নসিব করুন। আমিন।”

হাফছার মৃত্যুতে আমাদের নিকলী ডটকম পরিবার শোক জানিয়েছে। সেই সাথে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যমটি।

Similar Posts

error: Content is protected !!