সংবাদদাতা ।।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিকলী উপজেলা কৃষি প্রশিণ কেন্দ্রে বিভিন্ন সরকারি, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এনজিও ‘পপি রিকল প্রকল্প’র নারী আড্ডা দলের সদস্যদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নিকলী থানা ওসি এ,কে,এম মাহবুব আলম উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, মেডিকেল অফিসার ডা: নুসরাত জাহান ব্র্যাকের ম্যানেজার আনোয়ার হোসেন, নিকলী প্রেসকাবের সভাপতি এম, হাবিবুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক অফিসের প্রতিনিধি হোসনা আক্তার। উপস্থিত পপি রিকল (এল,এইচ,ডি,পি) নারী আড্ডা দলের ২৫ জন সদস্য উক্ত কর্মশালায় (এল,এইচ,ডি,পি) প্রকল্প এর কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। আলোচনায় নারী আড্ডা দলের সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন। নির্যাতনের শিকার নারী সদস্য নুরতাজ তার ঘটনা তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও সেবা দানকারী প্রতিষ্ঠানের কাছে সেবা প্রার্থনা করেন। উপজেলা নির্বাহী অফিসার নুরতাজকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্র“তি দেন। তিনি আরো বলেন, নারীকে আগে শিতি হতে হবে, তাহলেই নারীরা সামনে এগিয়ে যাবে এবং সকল প্রকার বৈষম্য থেকে রা পাবে। ব্র্যাক তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পপি রিকল প্রকল্পের সমন্বয়কারী মো: মোশারফ হোসেন খান।