সংবাদদাতা ।।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকোর স্মরণে নিকলী উপজেলা বিএনপি দুই দফায় গায়েবানা জানাজার আয়োজন করে।
মঙ্গলবার সকালে থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, মোজাম্মেল হক আবীর ও আশ্রাফ উদ্দিনের উদ্যোগে প্রথম দফা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে। দ্বিতীয় দফায় জানাজা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: কফিল উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম হেলিম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল আলমের উদ্যোগে নিকলী ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার আয়োজন করে।