কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে এক এএসআই সহ তিনজন আহত হয়েছে।
শনিবার ৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাতল বাগহাটা স্কুলের সামনে থেকে মাদক ব্যবসায়ী রতনকে আটক করার সময় তার ধারালো অস্ত্রের আঘাতে এএসআই নাসির, এলাকার সুমন ও জালালকে আহত করে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
নাসিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বাজিতপুর ভাগলপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় রতনের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, রতনের বিরুদ্ধে পুলিশ এসল্ট ও মাদক দমন নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।