![](https://i0.wp.com/amadernikli.com/media/uploads/2017/06/nikli-dog-bite.jpg?resize=600%2C319)
বিশেষ প্রতিনিধি ।।
শনিবার ১৭ জুন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে ৬ জন আহত হয়েছেন।
এদিন ইফতারের সময় (সন্ধ্যায়) নিকলী সদর ইউনিয়নের মীরহাটি, দোয়ারহাটি, পূর্বগ্রামসহ বিভিন্ন গ্রামে হঠাত করেই পাগলা কুকুরের কামড়ের উপদ্রব দেখা দেয়। এ সময় নারী ও শিশুসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
আহতরা হলেন মীরহাটি গ্রামের মুর্শিদ আলীর ছেলে শামীম (৮), তরুনের ছেলে তোফাজ্জল (১৪), টিক্কলহাটি গ্রামের খুরশিদের মেয়ে মেহেরুন্নেসা (৭), পূর্বগ্রামের সেলিমের মেয়ে জোনাকী (৬), ধূপাহাটি গ্রামের দেবেন্দ্র সূত্রধরের স্ত্রী উষা রানী (৫৫) এবং দোয়ারহাটি গ্রামের ফজলুর মেয়ে সামিয়া (১০)।
আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
হাসপাতালে আগত প্রত্যক্ষদশীরা জানান, এই ৬জন ছাড়াও অন্তত আরো ৭/৮ জনকে কুকুরে কামড় দিয়েছে। কিন্তু তারা নিকলী হাসপাতালে না এসে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে।
এলাকাবাসী বলেন, একই সাথে বিভিন্ন এলাকায় কুকুরের আক্রমণে প্রতীয়মান হয় একাধিক কুকুর পাগলা হয়ে যেতে পারে এবং জলাতঙ্ক রোগের জীবাণু বহন করতে পারে। তাই অনতিবিলম্বে বেওয়ারিশ ও রোগাক্রান্ত কুকুর নিধন এবং ভ্যাকসিন প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানান।