নিজস্ব প্রতিবেদক ।।
রাজধানীর ফার্মগেটে অবস্থিত ডিভাইন ডিফেন্স কোচিংয়ের আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৭ জুন।
ঢাকায় বসবাসরত নিকলী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কোচিংয়ের ছাত্রছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আরএস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ফেরদৌস আলী রনি, আমাদের নিকলী ডটকম ব্যবস্থাপনা সম্পাদক ও ঢাকাস্থ নিকলী সমিতির অর্থ সম্পাদক মো: আজমল আহছান, প্রচার-প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, ছাত্র-বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম উজ্জ্বল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিয়াদ হাসান রকি, ঢাকা মহানগর পুরাতন মালামাল ব্যবসায় বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো: ওয়াসিম আহমেদ, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠান পর্বে ডিভাইন ডিফেন্স কোচিংয়ের কার্যক্রম ও ঢাকায় বসবাসরত নিকলীবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি।
সব শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।