নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সদ্যপ্রয়াত নিকলী সদর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের একমাত্র ছেলে কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ জুলাই, ২০১৭ শনিবার নিকলী ঈদগাহে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে।
দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ইউনিয়ন আওয়ামীলীগের উক্ত কর্মীসভায় সকল স্তরের দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে সমর্থনের কথা উল্লেখ করেন। সমাবেশ শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর কাছে দাবি জানিয়ে মিছিলসহ নিকলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ তার বাবার প্রতিশ্রুতি ও অসমাপ্ত কাজগুলি শেষ করার লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট প্রদান করে জয়যুক্ত করার জন্যও উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন, নিকলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম প্রমুখ। অতিথিবৃন্দ দলীয় প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপের প্রতি সমর্থন ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের মৃত্যুতে গত ৪ জুন নিকলী উপজেলা নির্বাচন অফিস চেয়ারম্যানের শূণ্য পদটিতে উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করলে বিএনপি নিকলী উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদকে দলীয় মনোনয়ন প্রদান করে। প্রতিপক্ষ আওয়ামীলীগ প্রার্থী নিকলী উপজেলা ছাত্রলীগ সভাপতি কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ।
ছবি সংগ্রহ : কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ-এর এফবি টাইমলাইন