বিশেষ প্রতিনিধি ।।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ‘বাফুফে লটারি-২০১৪’ এর ড্র মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ড্র অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহা: আনিছুর রহমান। বাংলাদেশ ব্যাংক প্রাইজবন্ড শাখার উপপরিচালক মো: রফিকুল ইসলাম ড্র অনুষ্ঠান পরিচালনা করেন। ড্রয়ের মাধ্যমে মোট ৫০ লাখ টাকার এক হাজার ১৬৫টি পুরস্কার ঘোষিত হয়।
বাফুফে লটারি ২০১৮-এর ফলাফল
এ সময় অন্যান্যের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে উপসচিব মো: হূমায়ন কবির, অর্থবিভাগের উপসচিব মো: নজরুল ইসলাম, বাফুফের সাধারণ সম্পাদক মো: আবু নাঈম সোহাগ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: আবু হোসেন উপস্থিত ছিলেন। ৩০ লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর হচ্ছে ঙ সিরিজের ৪০৬৩৯৩, দ্বিতীয় খ-৪৪৫৭০১, তৃতীয় চ-২৬২৬৭৫, চতুর্থ যৌথভাবে জ-৫৫২২৯১, ঞ-২৩০৪১৬, চ-২৬৪০৪৯, ছ-২১৫৪২৩, ঘ-২১৩০৩৭, ছ-২১০৪৯৭, পঞ্চম পুরস্কার যৌথভাবে লাভ করেছে ঘ-২৫৭৮০৯, ছ-২৯০৬৪৪, চ-৪৯৪৬০৯, গ-১২৫১১৩, জ-২৮১২৮৩ এবং ঙ-৪৩১৬৬০। আমাদের নিকলী ডটকমের পাঠকদের জন্য ফলাফল বিস্তারিত প্রকাশ করা হলো এই লিংকে https://docs.google.com/spreadsheets/d/1AoforQAbH1JNDTH88H_5CGQX8hBZRo7_dIcid1_llDU/edit?pli=1#gid=0