পাকুন্দিয়ায় বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত আবদুস সালাম (৪০) নামে এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩ আগস্ট সকালে পাকুন্দিয়া মধ্যপাড়া বাইদের বন্দ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুস সালাম করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের দিগরকল্লা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। বুধবার বিকালে বাইদের বন্দে মধ্যপাড়ার হেলাল উদ্দিনের জমিতে কৃষি শ্রমিক হিসেবে আমন ধান রোপণের সময় আবদুস সালাম বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবদুস সালামের তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, বুধবার বিকালে একাকী জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষি শ্রমিক আবদুস সালামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কৃষি শ্রমিক আবদুস সালাম হয়তো বাড়িতে চলে গেছে, এই ধারণা থেকে ওইদিন কেউ তার আর কোনো খোঁজ নেয়নি। বৃহস্পতিবার সকালে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

সূত্র : পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত কৃষি শ্রমিকের লাশ উদ্ধার  [কিশোরগঞ্জ নিউজ, ৩ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!