সংবাদদাতা ।।
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মাসুদ মিয়ার পুকুরে বিরল প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে।
গতকাল বুধবার নিকলী নতুনবাজার মাছের আড়তে মাসুদ মিয়া ও কফিল উদ্দিন নামে দুজন মৎস্যচাষি এই বিরল প্রজাতির মাছ বিক্রি করতে আসলে উৎসুক জনতা ভিড় জমায়। মোঃ মাসুদ মিয়া এই প্রতিনিধিকে জানান, দুই বছর আগে নিকলী নরসুন্দা নদীতে মাছ ধরার সময় বিরল প্রজাতির দুইটি মাছ ধরা পরে। আমি মাছ দুটি সুন্দর দেখে আমার বাড়ির সামনের দেড় একর পরিমাণ পুকুরটিতে দেশীয় প্রজাতীর মাছের সাথে মাছ দুটি ছেড়ে দেয়। গত বছর এ প্রজাতির মাছ বিক্রি করে প্রায় লাধিক টাকা আয় করি। চলতি বছর দেশীয় মাছ ধরার সাথে সাথে এই বিরল প্রজাতির মাছ জালে আসলে বাজারে বিক্রি করতে আনি। নিকলী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন এই বিরল প্রজাতির মাছের প্রকৃত নাম আমাদের জানা নেই। মাছটির সঠিক নাম পাওয়ার জন্য ঢাকা মৎস্য ভবনে ছবি পাঠানো হয়েছে। তবে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বিরল প্রজাতির মাছের নাম দিয়েছেন গোল্ডেন ফিজ।
নিকলীতে বিরল প্রজাতির মাছের সন্ধান
