বিয়েবিচ্ছেদ অনেকটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমের দেশগুলোয়। তবে মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে রীতিমতো গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটি। পাওয়া গেছে চমক লাগানো ফলাফল। বিয়ে টিকিয়ে রাখতে কী করবেন? সমাধান সহজ। বিয়ের অনুষ্ঠানের খরচ কমিয়ে আনুন!
হ্যাঁ, গবেষকেরা অন্তত তেমনটাই দাবি করেছেন। তারা বলছেন, বিয়ের আংটিটা কম দামি কিনুন। গবেষকেরা দেখেছেন বিয়েতে যারা কম দামি আংটিটা ব্যবহার করেছেন, তাদের বিয়ে স্থায়ী হচ্ছে অন্যদের তুলনায়।
শুধু আংটির পেছনে নয়, বিয়ের অনুষ্ঠানের খরচটাও কমিয়ে আনুন। তবে অনুষ্ঠানের খরচ কমালেও বেশি মানুষকে দাওয়াত করুন। আর হ্যাঁ, হানিমুনটা কিন্তু বাদ দেয়া চলবে না। বিয়ে স্থায়ী করতে হানিমুনের ভূমিকা ইতিবাচকই বলছেন গবেষকেরা। মিরর।