সংবাদদাতা ।।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দামপাড়া ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প পর্যবেক্ষণ সংক্রান্ত দামপাড়া ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার, কৃষি কর্মকর্তা ও পশু কর্মকর্তা। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউপি সচিব মোঃ ছফির উদ্দিন। ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
দামপাড়া ইউপির স্থায়ী কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
