ঝড়ের কবলে পড়ে ৫শ মণ ধানসহ নৌকাডুবি

সংবাদদাতা ।।
সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের পশ্চিম পাশে ঘোড়াউত্রা নদীতে গতকাল রোববার (২৪ মে ২০১৫) ভোর বেলা এক কালবৈশাখী ঝড়ে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ৫শ’ মণ ধানসহ পানিতে তলিয়ে যায়। এসময় নৌকায় থাকা ৫জন মাঝি সাঁতরে নদীর তীরে এসে জীবন রা করেন। বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামের আবদুর রশিদ হাওরে ধান কিনে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ধানের মালিক আবদুর রশিদ বলেন, ডুবে যাওয়া নৌকা থেকে প্রায় ২শ’ বস্তা ধান উদ্ধার করা সম্ভব হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!