সংবাদদাতা ।।
নিকলীতে একটি পুকুর ৩৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যে উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা হয়েছে। পুকুরটি উপজেলার সর্ববৃহৎ একটি পুকুর। এটি নিকলীর অন্যাতম মনোরম জায়গা গার্ল স্কুল মোড়সংলগ্ন। পুকুরের মালিক নিকলী পুকুরপাড় জামে মসজিদ।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, পূর্ব মাইকিং প্রচারের পর সোমবার বিকাল ৩টায় পুকুরপাড় মাদ্রাসা মাঠে সবাই জমায়েত হলে সাড়ে পাঁচটায় সর্বোচ্চ মূল্যে উপজেলার নগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য হারুনুর রশিদ ৩ বছরের জন্য ইজারা নেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম. হাবিবুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।