স্থগিত হলো পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ২০১৮ সালের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) রাতে এক জরুরি বার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বলা হয়, নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

গত ২১ ডিসেম্বর এই পদে ১০ হাজার পুলিশ সদস্য নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাদের মধ্যে ৮ হাজার ৫০০জন পুরুষ এবং ১ হাজার ৫০০ নারী সদস্য নিয়োগ দেয়ার কথা ছিল।

সূত্র : পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম স্থগিত  [জাগো নিউজ, ১৪ জানুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!