কটিয়াদীতে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ উদযাপন

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপিত হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

এছাড়াও উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ, ভ্যাটেনারি সার্জন ওসমান গণি, ইনস্ট্রাক্টর (ইউআরসি) মোঃ রাব্বিকুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, খাদ্য পরিদর্শক উম্মেহানি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য দিবসের স্লোগানে স্কুলের শিক্ষার্থীরা র‌্যালিকে মুখরিত করে।

Similar Posts

error: Content is protected !!