সংবাদদাতা ।।
নিকলী থানার এসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে থানার ২০০ গজ দূরে নদীর ঘাটে একটি ঘরে জুয়ার আসর থেকে ৪জন জুয়ারিকে গত বৃহস্পতিবার রাতে আটক করেন। পুলিশ জুয়ারিদের কাছ থেকে ৩ হাজার ৩শত টাকা ও এক বান্ডেল তাস জব্দ করেন। রহস্যজনক কারণে এসআই আবুল কাশেম ৪জন জুয়ারিকে ঘটনাস্থলে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। একজন জুয়ারি নাম প্রকাশ না করার শর্তে এই সংবাদদাতাকে বলেন, নির্ভয়ে জুয়া খেলতে পারতাম পুলিশ যদি এমন হতো!