স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

সংবাদদাতা ।।

প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল মাদ্রসার স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন নিকলী জি,সি পাইলট স্কুল ও মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ৬ই আগস্ট বৃহস্পতিবার নিকলী জিসি পাইলট স্কুলের শিক্ষার্থীরা প্রত্যেক শ্রেণী ও শাখা থেকে ক্যাবিনেট সদস্যদের নির্বাচন করে। নির্বাচিত সদস্যরা হলো আবদুল্লাহ ১০ম শ্রেণী রোল ১৯, আক্তার হোসেন ৯ম শ্রেণী রোল ২০, তুহিন আলম ৮ম শ্রেণী রোল ৩, কারার সিয়াম মাহমুদ আকাশ ৭ম শ্রেণী রোল ২, সাদিয়া ৭ম শ্রেণী বালিকা শাখা রোল ১২, জোবায়ের আহমদ সজীব ৬ষ্ট শ্রেণী সোয়াইজনী শাখা রোল ৭, আশরাফুল ইসলাম সমীর ৬ষ্ঠ শীতলক্ষা শাখা রোল ৭, কারার শেফতা মোর্শেদ কান্তা ৬ষ্ঠ শ্রেণী বালিকা শাখা রোল ১।

এ দিকে মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ৮ই আগস্ট শনিবার স্টুডেন্ট ক্যাবিনেটের সদস্য ছাত্র-ছাত্রীদের ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচিত সদস্যরা হলো : হাবিবা ১০ম শ্রেণী রোল ১, মাহমুদ ৯ম শ্রেণী রোল ৪, রমজান আলী ৮ম শ্রেণী রোল ১, শরিফ মিয়া ৭ম শ্রেণী রোল ১,  রিয়াদ ৬ষ্ঠ শ্রেণী রোল ১।

নিকলী জি,সি পাইলট স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কারার আবদুর রশিদ জানান, স্টুডেন্ট ক্যাবিনেট সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের কাজ হলো বিদ্যালয়ের পরিবেশ, সাংস্কৃতিক, ক্রীড়া, দিবস উদযাপন ও সৃজনশীল কাজে অংশগ্রহণ করা ও সহযোগিতা করা। উল্লেখ্য, এবারই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের প্রত্যেক উপজেলায় শুধু মাত্র একটি মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় ১ বছরমেয়াদী স্টুডেন্ট ক্যাবিনেট গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই গঠন করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!