সংবাদদাতা ।।
বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের ঢুলিরচর গ্রামে এক কিশোর বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। দুর্ঘটনাটি ২০ আগস্ট বৃহস্পতিবারের। কিশোরের নাম রিয়াজ (১৫)। সে মিরেরপারের মোহাম্মদ কাজলের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোর রিয়াজ নিজ গ্যারেজে অটোবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।