নিজস্ব প্রতিবেদক ।।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-এর বৃত্তির ফলাফল সম্প্রতি প্রকাশ হয়েছে। এতে সারাদেশের মতো নিকলী উপজেলার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে “আমাদের নিকলী ডটকম”-এর বিশেষ আয়োজন “নিকলীর মেধাবীদের মুখ”। আপনিও নিজের সন্তান, নিকটাত্মীয়, পড়শিসহ পরিচিতজনদের ছবিসহ তথ্য দিতে পারেন।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম এবং নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীনের ছোট ছেলে কারার সামিন ইয়াসিন সূবর্ণ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭তে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। কারার সূবর্ণ নিকলী উপজেলায় ৫৭৭ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে।
নিকলী জি.সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল মাহমুদের ছেলে তাসরিফ মাহমুদ কল্প ব্লু-বার্ড কিন্ডারগার্টেন থেকে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। সেই সাথে কল্প উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে। কল্প বড় হয়ে ডাক্তার হতে চায়।
নিকলী সদর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের ডাঃ মৃত আমির উদ্দিনের নাতনী এবং মোঃ আশরাফ উদ্দিন নয়ন-জেসমিন আক্তার দম্পতির প্রথম সন্তান মৌরিন জাহান (নিধি) প্রাথমিকে নিকলী ব্লু-বার্ড কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। নিধি বড় হয়ে সেনা কর্মকর্তা হতে চায়।
নিকলী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও নিকলী বড়পুকুরপাড় গ্রামের ছাইদুর রহমানের মেয়ে নুসরাত রহমান অন্যা প্রাথমিকে নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। অন্যা বড় হয়ে ডাক্তার হতে চায়।
মজলিশপুর রেডিয়াম কিন্ডারগার্টেন থেকে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে রাকিন আফসার লাবিব। ছোট ভাই লাবিবের কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত ও একটিভ মুখ মজলিশপুরের নাবিল সরকার। লাবিবের বাবা মিঠামইন উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন। লাবিব বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চায়।