আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
নিকলী উপজেলা পর্যায়ে ৪৪তম আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবলের ফাইনাল খেলা ২৪ আগস্ট সোমবার নিকলী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ২টা থেকে খেলা শুরু হয়ে ৬টায় শেষ হয়। পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে বালিকা ফুটবলে নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়। ফুটবলে বালক গ্রুপে দামপাড়া কে এম উচ্চবিদ্যালয়কে ট্রাইবেকারে ২-১ গোলে হারায় জারইতলা উচ্চ বিদ্যালয়। দর্শক সারিতে খেলা উপভোগ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নুরুল আমিন, শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন, মোহরকোনা এ ডি মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান, দামপাড়া কে এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জারুইতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, বেয়াতিরচর দাখিল মাদ্রাসার সুপার আবদুল কাইয়্যুম হোসাইনী প্রমুখ।

দর্শক সারিতে খেলা উপভোগ করছেন অতিথিবৃন্দ
দর্শক সারিতে খেলা উপভোগ করছেন অতিথিবৃন্দ

খেলা পরিচালনা ও সহযোগিতা করেন, নিকলী জিসি পাইলট স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, ক্রীড়া শিক্ষক চন্দনা পাল, দামপাড়া কে এম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন। ধারাভাষ্য প্রদান করেন শহিদ স্মরণিক বালিকা বিদ্যালয়ের পন্ডিত শিক্ষক রথিন্দ্র, চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতায় ছিলেন আবদুল আওয়াল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!