বিশেষ প্রতিনিধি ।।
নিকলীর হাওরে ধান কেটে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে উপজেলার ছাতিরচর ইউনিয়নের শাহজালাল (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী মারা গেছেন। আজ (বুধবার ৯ মে ২০১৮) দুপুরের দিকে ছাতিরচরের শকুনমারি হাওরে বজ্রপাতে ঘটনা ঘটে।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, নিহত শাহজালাল উপজেলার ছাতিরচর ইউনিয়নের বিজয়নগর গ্রামের কৃষক মাঈন উদ্দিনের ছেলে। সম্প্রতি কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা শেষ করে গ্রামের বাড়ি আসেন। ৫ মাসের ইন্টার্নীশীপ করে কয়েক দিনের মধ্যেই একটি প্রাইভেট কোম্পানীতে যোগদানের কথা ছিলো শাহজালালের।
জানা যায়, শাহজালাল নিজেদের জমি থেকে ধান কেটে মহিষের গাড়ি বোঝাই করে বাড়িতে নিয়ে আসার পথে শকুনমারি হাওরে তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শাহজালালের মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।