দুই দিনব্যাপী ডিজিটাল মেলা সমাপ্ত

সংবাদদাতা ।।

নানান প্রচারণা আর অনুষ্ঠানে জাতীয় ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা ৮ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হয়েছে। বেসিস, আইসিটি, গ্রামীণফোনের সহযোগিতায় নিকলী উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নিকলী জিসি পাইলট মডেল স্কুলে মেলাটি অনুষ্ঠিত হয়। সোমবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কিশোরগন্জের জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ মেলার উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩টি স্টল অংশগ্রহণ করে। নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

digital_mela001

নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম ও ধূপাহাটি কৃষি তথ্য আইপিএম ক্লাব ২য় স্থান অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে দামপাড়া কারার মাহতাবউদ্দীন উচ্চবিদ্যালয় ডিবেট দল ও ২য় স্থান হয় নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের ডিবেট দল।

digital_mela002

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!