আমাদের নিকলী ডেস্ক ।।
সুইজারল্যান্ডের বিপক্ষে বারবার ফাউলের শিকার হওয়া নেইমারকে শুক্রবার কোস্টারিকার বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সেটি নিয়ে অবশ্য চিন্তিত না হওয়ার পরামর্শ ফিলিপে কৌতিনহোর। নেইমার না থাকলেও ব্রাজিলকে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই আশ্বস্ত করছেন সেলেসাওদের বার্সা সেনসেশন।
প্রতিপক্ষের বিপক্ষে ‘নায়ক’র আসনে আসীন হওয়ার জন্য ব্রাজিল দলে অনেকেই রয়েছেন বলে মনে করিয়ে দিয়েছেন কৌতিনহো।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও এএস সোমবার খবর ছাপে, অনুশীলন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে গেছেন নেইমার। পায়ের যে জায়গায় আঘাত পেয়ে লম্বা সময় বাইরে ছিলেন, সেখানেই আবার ব্যথা টের পাচ্ছেন তিনি। ইনজুরি ফিরে আসার শঙ্কাও করছেন চিকিৎসকরা।
নেইমার প্রসঙ্গে কৌতিনহো বলেছেন, ‘আপনারা যা দেখেছেন আমিও তা দেখেছি। তার সঙ্গে আমার কথা হয়নি। অনুশীলনের একেবারে শেষেরদিকে এটা হয়েছে। বারবার ফাউলের পর এমনটা খুবই স্বাভাবিক।’
শুক্রবার নেইমার মাঠে থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অবশ্য কৌশলি পথে হেঁটেছেন কৌতিনহো, ‘সে খেলবে কিনা এটা আমি বলতে পারবো না। আশা করছি, সে সুস্থ হয়ে উঠবে। আর সে যদি না খেলতেই পারে, চিন্তিত হওয়ার কিছুই নেই। ব্রাজিল দল তারকায় ঠাসা। আরও অনেকেই রয়েছেন যারা ম্যাচে নায়ক হয়ে ওঠার জন্য প্রস্তুত।’
‘সবাই নেইমারের পেছনে পড়েছে। সে যখন খেলে প্রচুর ফাউলের শিকার হয়। আমরা দলগত ভাবে খেলি, একজনের ওপর নির্ভরশীল নই। তারপরও একজন খেলোয়াড়ের ওপর আলো থাকবেই। তবে দলের সবাই গুরুত্বপূর্ণ।’ -বলেন কৌতিনহো।
নেইমারকে নির্ভার করতেই হয়তো দলে বিকল্প থাকার কথা বলছেন কৌতিনহো। আবার তার পরের কথাতেই উঠে আসছে পিএসজি তারকার ভূমিকা ও গুরুত্বের কথাও, ‘নেইমার পৃথিবীর সেরাদের একজন। তার সাথে খেলা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সে যখন আমাদের জন্য খেলে তা খুবই কাজে আসে। সে খুবই সাহসী, সবসময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ায়। সবসময় সুযোগ তৈরি করার চেষ্টা করে। এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই প্রত্যাশা করছি, সে যেন খেলতে পারে।’
সূত্র : নেইমারের বিকল্প হতে প্রস্তুত কৌতিনহোরা [চ্যানেল আই, ২০ জুন ২০১৮]