নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে বন্ধু ক্লাবের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ঈদের পরদিন (রোববার, ১৭ জুন ২০১৮) খেলাটি সিংপুরের নাগরপুর মাঠে অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় আয়োজক বন্ধু ক্লাব এবং ইন্টারসিটি ক্লাব। খেলাশেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন সমাজসেবক মো: সোহাগ মিয়া। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক রুহুল আমীন, নুরুল, সাইদুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের মনোযোগী হতে হবে। এমন কাজে সম্পৃক্ততায় তরুণ সমাজ মাদক ব্যবহার থেকে দূরে থাকবে। সমাজে নানারকম বিশৃঙ্খলা দূর হবার পাশাপাশি সুন্দর ও পরিচ্ছন্ন মানসিকতায় তারা গড়ে উঠবে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল ম্যাচে জয়ী হয় ইন্টারসিটি ক্লাব। সিংপুর এলাকার হাজারো দর্শককে ঈদপরবর্তী এক অতিরিক্ত বিনোদন উপহার দেয় এই আয়োজন।