মিনা ট্রাজেডীর পর নিখোঁজ ব্যাংকার দম্পতি

সংবাদদাতা।।

সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মিনা ট্রাজ্রেডির পর থেকে খোজ পাওয়া যাচ্ছে না কিশোরগন্জের এক দম্পতিকে। গত ২৪ সেপ্টেম্বরের পর থেকে অনেক খোজাখোজির পর ঘটনার নয় দিন হয়ে যায়। এখন পর্যন্ত কোন সন্ধান পাননি তার স্বজনেরা। নিখোঁজ দম্পতি হলো সোনালী ব্যাংক নিকলী শাখার সাবেক ম্যানেজার কাজী আনোয়ারুল মতিন (৫৯) ও তাঁর স্ত্রী মাজেদা আক্তার খানম (৫০)। তিনি নিকলী সোনালী ব্যাংক শাখায় ২০১০ সাল থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি করিমগন্জে। বর্তমানে কিশোরগন্জ শহরে বাসায় থাকেন। একটি বেসরকারি হজ এজেন্সীর ব্যবস্থাপনায় ২৩ আগস্ট সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে মক্কায় পৌছেন এই দম্পতি। তাদের বড় ছেলে প্রকৌশলি আজমল আনোয়ার ইমন বলেন, মিনায় দুর্ঘটনার পর থেকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট হজ এজেন্সি ও কাফেলার অন্য সদস্যদের সাথে বার বার যোগাযোগ করা হয় কিন্তু কেউ কোন তথ্য দিতে পারেননি।

দুজনের পরিচিতির বিস্তারিত নিচে দেয়া হলো :

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!