হাটহাজারীতে বজ্রপাতে একজন নিহত

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে বজ্রপাতে নুরুল আলম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ আগস্ট ২০১৮) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া পাহাড়ে বড়বিল নামক এলাকায় কৃষিকাজ করার সময় ভারী বৃষ্টি ও বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তিনি চারিয়া এলাকার কাজীপাড়া হাজী ওমদা মিয়া বাড়ীর মৃত শাহ আলমের পুত্র বলে জানা যায়।

বজ্রপাতে নিহত নুরুল আলম

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ হেলাল উদ্দিন জানান, সকালে বর্ষা মৌসুমে জমিতে কৃষিকাজ করতে যায়। সারাদিন কাজ করে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম করে আবার জমিতে কৃষি কাজ করতে যান।

হঠাৎ বিকাল সাড়ে তিনটা নাগাদ মেঘলা আকাশে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে তিনি বজ্রপাতের কবলে পড়ে মারা যান। নিহত নুরুল আলমের ২ জন কন্যাসন্তান রয়েছে।

Similar Posts

error: Content is protected !!