ঘানায় ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন আনান

আমাদের নিকলী ডেস্ক ।।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে ১৩ সেপ্টেম্বর ঘানায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আনানের পরিবারের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো এ ঘোষণা দেন।

ঘানার নাগরিক নোবেল বিজয়ী আনান গত শনিবার ৮০ বছর বয়সে কয়েকদিনের অসুখে মারা যান। বাসস

Similar Posts

error: Content is protected !!