হাটহাজারীতে মন্দির ভেঙে স্বর্ণ চুরি, থানায় অভিযোগ

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারী উপজেলার আওতাধীন নন্দীর হাট এলাকার চট্টগ্রাম-হাটহাজারী সড়কের পাশ ঘেঁষে নির্মিত নিসতারানী কালি মন্দিরে গত শুক্রবার (১৭ আগস্ট ২০১৮) দিবাগত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় হাটহাজারী মডেল থানায় অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সময় চোরের দল মন্দিরের দু’টি এসএস-এর তৈরি দানবাক্স ভেঙে নগদ দেড় লাখ টাকাসহ মন্দিরে রাখা দেবির গলায় থাকা তিন ভরি স্বর্ণালংকার সহ আনুমানিক সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। চোরেরা মন্দিরের চারপাশে থাকা বেশ কয়েকটি সিসি ক্যামেরাও ভাংচুর করে ফেলে যায়।

এ ব্যাপারে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিস রাহা এই প্রতিবেদককে জানান, বছরে একবার এই মন্দিরের দানবাক্স খোলা হয়। এখানে বছরে একবার খুলে এক থেকে দুই লাখ টাকা পেয়ে থাকি। ঘটনার পরদিন শনিবার হাটহাজারী মডেল থানায় ফোরক নন্দী বাদি হয়ে আভিযোগ দায়ের করেন।

Similar Posts

error: Content is protected !!