পাগলা কুকুরের কামড়ে ৩জন আক্রান্ত

সংবাদদাতা ।।
উপজেলা সদরে একটি বেওয়ারিশ পাগলা কুকুর কামড় দিয়ে ৩ জনকে আহত করেছে। রোববার সকাল থেকে পাগলা কুকুরটি নিকলী পূর্বগ্রামের ২জনকে কামড় দিলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে গ্রাম ছাড়ে। কুকুরটি এক পর্যায়ে বিকালে মীরহাটিতে প্রবেশ করে মনির হোসেন (১০) নামে এক শিশুকে কামড় দিয়ে শরীর থেকে মাংস ছিড়ে নিয়ে যায়। এতে তার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলে নিকলী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেয়া হয়।
উল্ল্যেখ্য, কুকুরের কামড়ের ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না। এ উপজেলার কুকুরের কামড়ে আক্রান্তদের ভ্যাকসিন নেয়ার জন্য কিশোরগন্জ সদর হাসপাতালে যেতে হয়। এ অবস্থায় নিকলী সদর ইউনিয়নের কয়েক গ্রামের বাসিন্দারা কুকুরের কামড়ের আতঙ্কে আছেন। পাশাপাশি গবাধি পশুও এ সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভুক্তভোগীরা উপজেলা সদরে ভ্যাকসিন রাখার দাবি জানিয়ে বলেন, কুকুরে কামড় আক্রান্ত রোগীদের ভ্যাকসিন উপজেলা হাসপাতালে দেয়া হলে রোগীদের চিকিৎসা সেবা প্রশংসনীয় হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!