ধামইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ধামইরহাট পৌর ছাত্রলীগের বর্ণাঢ্য ডিসপ্লে­ আর আকাশে রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিজ্জামান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আলপনা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আলহাজ আজাহার আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৮টি দল পর্যায়ক্রমে খেলায় অংশগ্রহণ করবে। আগামী ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Similar Posts

error: Content is protected !!