কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কটিয়াদীতে টমটম উল্টে আচমিতা জর্জ ইনস্টিটিউশানের ৭ম শ্রেণির ছাত্র ফারুক মিয়া (১৪) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন রনি (১৮), জজ মিয়া (২৬) ও সায়েম (১২)। নিহত ফারুক মিয়া আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মস্তোফা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ২০১৮) বিকালে ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কের চারিপাড়া হ্যাচারী সংলগ্ন স্থানে।

জানা যায়, পল্লী বিদ্যুতের একটি নষ্ট ট্রান্সফরমার পল্লী বিদ্যুত কটিয়াদী অফিসে জমা দিয়ে বাড়ি ফেরার পথে চারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দেয়ার সময় অবস্থান করা ট্রাকের সাথে আটকে যেতে পারে ভেবে টমটমটি ব্রেক করার সাথে সাথে টমটমে দাঁড়িয়ে থাকা সবাই ছিটকে রাস্তার উপর পড়ে যায়।

এ সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা রাস্তায় পড়ে যাওয়া ফারুক মিয়ার মাথার উপর দিয়ে চলে গেলে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই আখতারুজ্জামান জানান, ঘটনার পর টমটম এবং সিএনজি অটোরিকশা দ্রুত পালিয়ে যায়।

Similar Posts

error: Content is protected !!