বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়নের খবরে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ২০১৮) রাতে নিকলীতে আনন্দ মিছিল করেছে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের সমর্থকরা। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনও উপস্থিত ছিলেন।
একটি জাতীয় দৈনিকে ২৫ সেপ্টেম্বর নিকলী–বাজিতপুর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তের তালিকায় টানা দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের নাম প্রকাশ হয়। মুহূর্তেই এ খবর ছড়িয়ে দেয়া হলে উপজেলা জুড়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।
সন্ধ্যায় আফজাল সমর্থকরা ঢাক-ঢোল পিটিয়ে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি নতুন বাজার থেকে পুরান বাজার লঞ্চ ঘাটে যায়। এ সময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে সফররত প্রেসিডেন্ট আবদুল হামিদের সভা শেষে স্পিডবোটযোগে এমপি আফজাল হোসেন নিকলীতে পৌঁছেন।
তাঁকে সামনে নিয়ে মিছিলটি নিকলী থানায় প্রবেশ করে। আলহাজ্ব আফজাল হোসেন বক্তব্য রাখেন।
তিনি বলেন, তিনি থাকতে এ আসনে অন্য কারো মনোনয়ন পাওয়া কঠিন। তাঁর শাসনকালীন উন্নয়ন ফিরিস্তি ম্যাগাজিন আকারে শীঘ্রই প্রকাশ করা হবে। ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।
অক্টেবরের ৫ তারিখ থেকে তিনি জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেন। রাতেই স্থানে স্থানে আতশবাজি ও আফজাল সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা যায়।