ধামইরহাটে আদিবাসীদের কারাম উৎসব পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে নেচে গেয়ে পালন করল আদিবাসীদের ধমীয় উৎসব কারাম। বুধবার (২৬ সেপ্টেম্বর ২০১৮) দুপুর ২টায় উপজেলার ঐতিহাসিক হাটখোলা থেকে নেচে গেয়ে নৃত্যের তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।

কারাম উদযাপন কমিটির সভাপতি মন্টু পাহানের সভাপতিত্বে র‌্যালি শেষে হাটখোলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি মো: জাকিরুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকর্তা, সম্পাদক রামজনম রবিদাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, সাংবাদিক আবু মুছা স্বপন, মাসুদ সরকার, মেহেদী হাসানসহ সহস্রাধিক আদিবাসী তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

পরে বিকেল পর্যন্ত উৎসবে মাতোয়ারা ছিল আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Similar Posts

error: Content is protected !!