বেতন-ভাতাদিতে ইউএনওর স্বাক্ষর বাতিলের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা ।।
বেতন-ভাতাদিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র স্বাক্ষর বাতিলসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রকৃচি, ২৬ ক্যাডার বিসিএস সমন্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস নিকলী উপজেলা। বুধবার ২৮ অক্টোবর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্বদানকারী সংগঠনটির সভাপতি ও নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও’র চেয়ে সিনিয়র অনেক কর্মকর্তা রয়েছেন। চাকরিজীবীদের সঠিক মূল্যায়নের জন্য বেতন-ভাতাদিতে আমরা শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষর চাই। এই দাবিসহ ৬টি দাবিতে আজকের মানববন্ধন। এ ব্যপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, এসব বিষয়ে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। সরকারি কর্মচারি হিসেবে আমাকে সরকার যেভাবে বলবেন আমি সে নির্দেশেই কাজ করবো।

human_chain28-10-15_2

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!