ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ৫ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নাশকতার মামলায় উপজেলার চকতিলন গ্রামের আয়বর আলীর ছেলে থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৫০), বিএনপি নেতা দক্ষিণ চকযদু গ্রামের মৃত সিরাজ মাস্টারের ছেলে এনামুল হক টাইগার, জাহানপুর গ্রামের মৃত ইজার মণ্ডলের ছেলে বুদু মণ্ডল (৩২), অমরপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বেলাল হোসেনকে (৩৫) ১০ অক্টোবর রাতে আটক করা হয়।
আটককৃতরা জি,আর ২৮/১৫ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ধৃত আসামিদের নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।