সংবাদদাতা ।।
নতুন বাজার বণিক সমিতির পরিচালনা পর্ষদের অষ্টম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩১ অক্টোবর শনিবার। সবগুলো পদের ফলাফল ঘোষণা হলেও সাধারণ সম্পাদক পদের ফলাফল অমিমাংসিত থেকে যায়। ভোটদানে অস্পষ্টতার কারণে এই পদে ফলাফল স্থগিত ছিলো। জানানো হয়েছিল, প্রিসাইডিং অফিসার পরবর্তীতে পরীক্ষা-নীরিক্ষা করে সিদ্ধান্ত জানাবেন। নির্ধারিত দিন আজ ৩ নভেম্বর সন্ধ্যায় প্রিসাইডিং অফিসার মো: নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।