সংকট মোকাবিলায় সৌদি ৩ বিলিয়ন ডলার দেবে পাকিস্তানকে

আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরব পাকিস্তানের অর্থনৈতিক সংকটে ৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের ডন পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে ৩ বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে।

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে ভবিষ্যতে বিনিয়োগ উদ্যোগের (এফআইআই) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। সফরকালে এ চুক্তিতে উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেন।

সরকার চালাতে ব্যাপক অর্থাভাবে পড়েছে তার পাকিস্তান সরকার। শিগগিরই অর্থের জোগান না হলে মুখ থুবড়ে পড়বে। এই আর্থিক সংকটকে গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা। প্রয়োজনীয় অর্থের জোগানের জন্য তারা এখন মরিয়া।

সরকার সচল রাখতে সৌদির সহায়তা দরকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি অভিমুখে যান ইমরান। এসব নিয়ে তিনি মঙ্গলবার সৌদি বাদশার সঙ্গে দেখা করতে যান।

সূত্র : যুগান্তর, ২৩ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!