ড. ওসমান ফারুকের সাথে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাত

সংবাদদাতা ।।
গতকাল বুধবার ১১ নভেম্বর দুপুরে নিকলী উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ জেলার নেতৃবৃন্দ।

bnp01_11-11-15
নিকলী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত নিকলী উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ রতন, সহ-সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া, আক্তার হোসেন রাজা, এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, উপদেষ্টা রইছ উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল কাদির জিলানী, আলহাজ মোঃ হারুন আল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাহের উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ কামরুল আহসান (স্বাধীন), যুব বিষয়ক সম্পাদক প্রভাষক জামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাধীন, শ্রম বিষয়ক সম্পাদক এ.কে.এম সামছুদ্দিন মাহফুজ, নিকলী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছান্দালী মেম্বার প্রমুখ।

bnp02_11-11-15
সৌজন্য সাক্ষাত শেষে সকল নেতৃবৃন্দ সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শরীফুল আলমসহ সদ্য কারামুক্ত ৮৭ জন নেতা-কর্মীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এ সময় জেল গেটে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজারো নেতা-কর্মীর সমাবেশ ঘটে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!