মহসিন সাদেক, লাখাই থেকে।।
আঞ্চলিক সড়কে চলমান লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন পরিবহনের আনাড়ি চালকদের বেপরোয়া গতিতে চলার কারণে প্রায়ই ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। ফলে হবিগঞ্জের লাখাই উপজেলার সড়কগুলোতে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার জনসাধারণ। এতে করে মারাত্মক আঘাতের কারণে কেউ বা হারাচ্ছে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা, কেউ বরণ করছে পঙ্গুত্ব, আবার কেউ আজীবনের জন্য বয়ে বেড়াচ্ছে বেদনানাশক ঔষধের ঘানি।
রোববার উপজেলার করাব বেকিটেকার নিকটবর্তী এলাকায় লাখাই থেকে হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বেপরোয়া সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় পতিত হয়। এতে প্রতিদিনের বাণী পত্রিকাসহ জেলা থেকে প্রকাশিক স্থানীয় ও জাতীয় দৈনিক সংগ্রহ করতে যাওয়া হকার মোঃ মসকির মিয়া (৫২) সহ অন্তত ৪জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত পত্রিকা বিক্রেতা মসকির মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মসকির মিয়া সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল কলেজে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। উল্লেখ্য, লাখাইয়ে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় পত্রিকার হকারসহ আহত ৫
