কুর্শার আব্দুল রহিম খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী সদরের কুর্শা গ্রামের মো: আব্দুল রহিম খান বৃহস্পতিবার (৬ ডিসেম্বর ২০১৮) সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল রহিম খান বার্ধক্যজনিত কারণে কুর্শা নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। একই দিন কুর্শা ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে তিনি কৃষি অফিসের সুপারভাইজার ছিলেন।

জানাজায় নিকলী উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সহ-সভাপতি ডা: কফিল উদিন আহমেদ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্দুল রহিম খানের বড় ছেলে পরিবারের সকলের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

Similar Posts

error: Content is protected !!