বাজিতপুরে প্রভাতফেরি হবে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

দেশের সবচেয়ে বড় বইপড়া উত্সব আয়োজনের রেশ কাটতে না কাটতেই আবার প্রভাতফেরিকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন।

২১ জানুয়ারি পৌরশহরের নাজিম ভূঁইয়া মাঠে পাঁচ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে ঘণ্টাব্যাপী বইপড়া উত্‍সবের পর এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দশ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রভাতফেরির আয়োজন। ২০ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি এসব তথ্য জানান।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা প্রদান ও ইতিহাসের সাথে পরিচয় করানোই এ আয়োজনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান, একুশের পুরনো চেতনা পরিবর্তন করে বাঙ্গালীকে মূল চেতনায় উদ্বুদ্ধ করার জন্যই এ আয়োজন।

Similar Posts

error: Content is protected !!