ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর ২০১৮) বিকেল ৩টায় উপজেলার চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বরেন্দ্র চর্চা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র ভূমি চর্চার অংশ হিসেবে ধামইরহাট-পত্নীতলা ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ গ্রন্থেও মোড়ক উন্মোচন করেন বরেন্দ্র চর্চা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. মুহম্মদ নুরল আমিন। জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকারের সার্বিক সহযোগিতায় গবেষণামূলক এ গ্রন্থ সংকলন করা হয়।
গ্রন্থটি সম্পাদনা করেন প্রফেসর আতাউল হক সিদ্দিকী ও প্রফেসর ড. মুহম্মদ নুরল আমিন। এ উপলক্ষে এক আলোচনা সভা বরেন্দ্র ভূমির কৃতি সন্তান অধ্যাপক আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এমএকে আজাদ, প্রফেসর ড. কাজি মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. গোলাম কবির, প্রফেসর দীপেকেন্দ্রনাথ দাস, প্রফেসর ড. মুর্তুজা খালেদ, ড. সাবরিনা নাজ, ইতিহাসবিদ খসবর আলী, ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, ধামইরহাট এম এম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলদার হোসেন, চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি এস এম আব্দুর রউফসহ উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, কবি সাহিত্যিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।