ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল, আ’লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, এমএম সরকারি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে উপজেলার ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এম.পি শহীদুজ্জামান সরকার।